কুয়েতে মন্ত্রিপরিষদের পদত্যাগ

কুয়েতে আইনপ্রণেতাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছে মন্ত্রিপরিষদের সদস্যরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করে তারা। দেশটির নতুন সরকার গঠন হওয়ার এক মাসের মধ্যেই পদত্যাগ করলো মন্ত্রীপরিষদ। কয়েক দিন আগে মন্ত্রিসভার পুনর্গঠনসহ কয়েকটি বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের সম্মুখীন করার উদ্যোগ নিয়েছিল আইনপ্রণেতারা।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, অনুমোদনের জন্য আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ।
কুয়েতের সরকারি যোগাযোগ কার্যালয় থেকে বলা হয়, জাতীয় পরিষদ ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের আলোকে ও জাতীয় স্বার্থ বিবেচনা করে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গেল ১৪ ডিসেম্বর এই মন্ত্রিপরিষদ গঠিত হয়। পাঁচ জানুয়ারি প্রধানমন্ত্রী সাবাহকে প্রশ্ন করার উদ্যোগ নেয় তিনজন আইনপ্রণেতা। বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার উদ্যোগের পক্ষে সায় দেয় ৩০ জনের বেশি আইনপ্রণেতা।
উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে উন্মুক্ত রাজনৈতিক পদ্ধতি রয়েছে কুয়েতে। আইন প্রণয়ন ও মন্ত্রীদের জবাহদিহি করার ক্ষমতা আছে দেশটির পার্লামেন্টের। তবে ক্ষমতাসীন পরিবারের সদস্যরাই জ্যেষ্ঠ পদগুলোর অধিকারী।
এদিকে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এই পদত্যাগের ঘটনা দেশটির নতুন আমিরের জন্য প্রথম কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় পার্লামেন্ট অভিবেশনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার কথা রয়েছে।
কুয়েতের আইনপ্রণেতা ও ক্ষমতাসীন পরিবারের মধ্যে এক দশকের বেশি সময় ধরে চলা দ্বন্দ্বে দেশটিতে এর আগেও কয়েকবার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এর জেরে পার্লামেন্ট ও মন্ত্রিপরিষদের পদত্যাগের ঘটনাও ঘটেছে।
সাম্প্রতিক সময়ে তেলের মূল্য কমে যাওয়া ও করোনাভাইরাসের কারণে তীব্র তারল্য সঙ্কটে ভুগছে কুয়েতের অর্থনীতি। এই অবস্থা কাটাতে একটি ঋণ আইন পাসের চেষ্টা চলছিল। এই মন্ত্রিপরিষদের পদত্যাগের ফলে তা আবার অনিশ্চিত হয়ে পড়েছে।
এসএন
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>