ব্রাজিলে সিনোভ্যাকের টিকা কার্যকর ৫০.৪ শতাংশ

চীনের সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত ভ্যাকসিন করোনা প্রতিরোধে মাত্র ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছেন ব্রাজিলের গবেষকরা। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছে তারা। তুরস্কে একই ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল অনেক ভালো দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ব্রাজিলের গবেষকরা জানায়, সিনোভ্যাক ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে ৫০ শতাংশের বেশি কার্যকর পাওয়া গেছে। যা আগের তথ্যের তুলনায় অনেক কম কার্যকর দেখাচ্ছে। গেল সপ্তাহে মৃদু ও গুরুতর রোগীদের ক্ষেত্রে ৭৮ শতাংশ কার্যকর বলে দাবি করেছিলো গবেষকরা।
কার্যকারিতার হার কম হওয়ায় টিকার অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন ট্রায়াল প্রতিবেদনে মৃদু উপসর্গের রোগীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে দুই ধরনের তথ্যের কারণে চীনা ভ্যাকসিনের প্রতি মানুষ আস্থা হারাতে পারে বলে মনে করছে গবেষকরা। ব্রাজিলে অর্ডারকৃত দুইটি ভ্যাকসিনের একটি সিনোভ্যাক। তাই দেশটির জন্য এটি দুঃসংবাদ।
ব্রাজিলে নয় হাজার স্বাস্থ্যকর্মীকে করোনাভেক টিকা দেওয়া হয়েছে। তিন মাসের গবেষণা পর্যায়ে তাদের দুই ডোজ করে টিকা দেওয়া হয়। পরীক্ষা চালাতে ব্রাজিলের জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র বুটানটান ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে সিনোভেক।
নিরাপদ ও কার্যকর হিসেবে টিকাটি চূড়ান্ত প্রমাণিত হলে চুক্তি অনুযায়ী ১২ কোটি ডোজ টিকা তৈরি করতে পারবে ব্রাজিলের প্রতিষ্ঠানটি।
তবে কোম্পানির অনুরোধে পূর্ণাঙ্গ ফলাফল স্থগিত করা হয়েছে। মূলত ব্রাজিলের একেক অঞ্চলে একেক রকম ফলাফল পাওয়া গেছে। এতে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গেল মাসে অসমাপ্ত ট্রায়ালের তথ্যের ভিত্তিতে সিনোভ্যাকের টিকা ৯১ শতাংশের বেশি কার্যকর বলেছিল তুর্কি গবেষকরা। দেশটি জানায়, তাদের পরিচালিত ট্রায়ালে টিকাটি ৯১.২৫ শতাংশ কার্যকর। এতে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
করোনাভাইরাসে ব্রাজিলে ইতোমধ্যে আক্রান্ত হয়েছে প্রায় ৮২ লাখ মানুষ এবং মারা গেছে দুই লাখের বেশি।
এসএন
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>