বাইডেনের জয় নিশ্চিত হলেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

সহজেই দমে যাওয়ার মানুষ নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল তিন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও কোনভাবেই তা স্বীকার করছেন না তিনি। নির্বাচনের পর বিভিন্ন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটের ফল অনুযায়ী জিতেছেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন। তাঁকে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন সংবাদমাধ্যম। অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও। তবুও বাইডেনকে বিজয়ী মানতে রাজি নন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলে হোয়াইট হাউস ছেড়ে দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক ঘোষণায় একথা বলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট । এসময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজ ভোটে হারলে হোয়াইট হাউস ছাড়বেন কি না। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, এবং অবশ্যই, আপনারা তা জানেন।
ট্রাম্প আরো বলেন, যদি ইলেকটোরেটরা জো বাইডেনকে নির্বাচিত করেন ভুল করবেন। এটা মেনে নেওয়া খুবই কঠিন হতে যাচ্ছে।
এদিকে, আবারো ভোটে পরাজয় অস্বীকার করেন ট্রাম্প। বলেন, এটা মেনে নেওয়া কঠিন। এ সময় ভোট জালিয়াতির অভিযোগের কথাও উল্লেখ করেন ট্রাম্প।
নির্বাচনের পর থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, এটা ছিল বড় ধরনের একটি জালিয়াতি। তবে তাঁর দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি নাছোড়বান্দা প্রেসিডেন্ট।
সম্প্রতি বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মতি জানিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা সংস্থার যা করা প্রয়োজন করুক। একই সঙ্গে নির্বাচনে পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন-জিএসএ জানায়, বাইডেনকে আপাত বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা। তাই কোনভাবেই নির্বাচনের ফল নিয়ে সংশয় থাকার কথা নয়। তবে নির্বাচনের পর থেকেই ট্রাম্প বলে যাচ্ছেন ভোট চুরি করেছে বিরোধী দল। কয়েকটি অঙ্গরাজ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মামলাও করেছে তার সমর্থকরা। যদিও ইতোমধ্যেই খারিজ হয়ে গেছে এসব মামলা।
সম্প্রতি নিজের পরাজয়ের ব্যাপারে কিছুটা নরম হতে দেখা গেছে ট্রাম্পের সুর। নির্বাচন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগে অফিস ছাড়বেন তিনি। দ্বিতীয়বার ক্ষমতায় যেতে চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তিনি। তারপরও বাইডেনের কাছে হারতে হলো। এক মেয়াদ শেষ করেই হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে তাকে।
ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমেই হোয়াইট হাউসে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে আগামী ১৪ ডিসেম্বর। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাইডেন এখন পর্যন্ত ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর ট্রাম্প ২৩২টি।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন ট্রাম্প। এবারের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম নাটকীয় নির্বাচন।
এসএন
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>