সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনকে ক্ষমা করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক লেফটেন্যান্ট জেনারেল এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা এবং এ বিষয়ে এফবিআই এবং ট্রাম্প প্রশাসনকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ছিল। তাঁকে পদ থেকে সরিয়েও দিয়েছিলেন ট্রাম্প। অবশেষে বিদায়বেলায় ফ্লিনের সেই দোষ ক্ষমা করে দিলেন প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং জার্মানির ডয়চে ভেলে জানায়, ক্ষমা ঘোষণা করার পর ফ্লিন এবং তাঁর পরিবারকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। বাইবেলের একটি অনুচ্ছেদ উদ্ধৃত করে টুইট করেন ফ্লিনও।
ফ্লিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল নাটকীয়। ডেমোক্র্যাটপন্থী হয়েও ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দেন ফ্লিন। ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এতোই ছিল যে জেতার পরদিনই নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয় ও সামরিক ক্ষেত্রে প্রেসিডেন্টের প্রধান কাউন্সেলর হিসেবে ফ্লিনের নাম ঘোষণা করেন তিনি।
তবে, সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ক্ষমতা পাওয়ার মাত্র ২৩ দিনের মাথায় ফ্লিনকে সরিয়ে দেন ট্রাম্প। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওয়াশিংটনে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে রাশিয়ার ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়। ফ্লিন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দেন। সেসময় ট্রাম্প প্রশাসন অভিযোগ করে, ওই বৈঠকের বিষয়ে মার্কিন প্রশাসন ও এফবিআইর কাছে মিথ্যা তথ্য দিয়েছেন ফ্লিন।
২০১৭ সালে দোষ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন ফ্লিন। যদিও চলতি বছরের শুরুর দিকে ওই আবেদন তুলে নেন তিনি। তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে বলেও অভিযোগ করেন। শেষ পর্যন্ত ক্ষমা করে দিয়ে ফ্লিনের ওপর থেকে সব অভিযোগ তুলে নিলেন ট্রাম্প।
আরো অভিযোগ রয়েছে ফ্লিনের বিরুদ্ধে। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের অভিশংসন মামলাতেও আলোচনা হয়েছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, ওই ঘটনায়ও ফ্লিনের ভূমিকা ছিল। যদিও সে মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ মেলেনি।
সাংবিধানিকভাবে ক্ষমা করার অধিকার আছে মার্কিন প্রেসিডেন্টদের। দুই মেয়াদে ২১২ জনকে ক্ষমা করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এক মেয়াদে ট্রাম্প ক্ষমা করেছেন ২৮ জনকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে কম ক্ষমা করেছেন তিনি।
এসএন
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>