Bayanno Tv
সোমবার, ২১ জুন ২০২১, ৭ আষাঢ় ১৪২৮
×

গাজায় এত মৃত্যু দেখে চুপ থাকতে পারল না রাশিয়া

  বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক ১৭ মে ২০২১, ১৯:৪৮

ফাইল ছবি

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে গাজায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। তবে দেশটির প্রেসিডেন্ট এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

সোমবার (১৭ মে) দেশটির মুখপাত্র ডিমিত্রি পেসকোভ বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূলেই এ সহিংসতা বন্ধে ব্যবস্থা নেয়া জরুরি। 

এ সময় আন্তর্জাতিক মিডিয়া ভবনে হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘাত রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। কারণ ধর্মীয় দ্বন্দ্ব এ অঞ্চলে প্রকট। কাজেই এ ধরনের সংঘাত কখনোই হতে দেয়া উচিত না।

প্রসঙ্গত, গত ১০ মে থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ব্যাপক আকার ধারণ করে। ইসরায়েলের আদালত পূর্ব জেরুজালেমের শেখ জারাহর বাসিন্দাদের উচ্ছেদের আদেশ দেয়ার পর এ সংঘাতের শুরু হয়। 

এস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।