Bayanno Tv
সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭
×

রাজকুমারী লতিফার জীবিত থাকার বিষয়ে কোনো তথ্য দেয়নি আমিরাত: জাতিসংঘ

  বায়ান্ন অনলাইন ডেস্ক ০৬ মার্চ ২০২১, ১০:৩৫

রাজকুমারী লতিফার জীবিত থাকার বিষয়ে কোনো তথ্য দেয়নি আমিরাত: জাতিসংঘ

সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাখতুম জীবিত আছেন কি না সেই বিষয়ে এখনও কোনো তথ্য কর্তৃপক্ষ দেয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটির মানবাধিকার কাউন্সিল। সংস্থাটি জানায়, ওই তথ্যের জন্য অপেক্ষা করছে তারা।

গেল মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বিশেষ অনুষ্ঠান বিবিসি প্যানারোমা অনুষ্ঠানে রাজকুমারীর মুক্তির আকুতি জানানো একটি ভিডিও প্রকাশ করা হয়। একটি ভিডিওতে রাজকুমারি লতিকা দাবি করেন, বাবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম তাকে আটক রেখেছেন।

রাজকুমারি আরো বলেন, নৌকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করেন কমান্ডোরা। আবারও নিয়ে যায় আটককেন্দ্রে।

ভিডিওগুলোর সত্যতা ও তা ধারণের অবস্থান পরে স্বাধীনভাবে নিশ্চিত করে বিবিসির বিশেষ অনুষ্ঠান প্যানোরামা।

অনুষ্ঠান প্রচারের পর তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। লতিফার মুক্তির ব্যবস্থা করার পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় তাঁর বন্ধুরা। এরপরই ইউএই কর্তৃপক্ষের কাছে রাজকুমারির বিষয়ে তথ্য চায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।

তবে লতিফা আল মাখতুম সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে আরব আমিরাতের ব্রিটিশ দূতাবাস।

 

এসএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।