রেকর্ড স্পর্শ করে আইডলের প্রতি এমবাপ্পের শ্রদ্ধা
লা লিগায় সেভিয়ার বিপক্ষে গোল করে বিশেষ এক মুহূর্ত উপভোগ করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোলের পর রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপন করে নিজের আদর্শের প্রতি সম্মান জানান ফরাসি তারকা।
শনিবার (২০ ডিসেম্বর) জন্মদিনের ম্যাচে এই গোলেই রোনালদোর একটি ঐতিহাসিক কীর্তির সমতায় পৌঁছান তিনি।
২০১৩ সালে করা এক বছরে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড ছিল রোনালদোর। সেভিয়ার বিপক্ষে গোল করে সেই সংখ্যায় পৌঁছে যান এমবাপ্পে।
ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, ‘প্রথম পূর্ণ মৌসুমেই ক্রিশ্চিয়ানো যা করে দেখিয়েছিলেন, সেটার কাছাকাছি যেতে পারা সত্যিই অবিশ্বাস্য। তিনি আমার আইডল, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার। ‘সিউ’ উদযাপনটা শুধুই তার জন্য।’
তিনি আরও জানান, রোনালদো সবসময় তাকে উৎসাহ দিয়েছেন এবং মাদ্রিদে মানিয়ে নিতে সাহায্য করেছেন।
এমবাপ্পে বলেন, ‘এখন আমি দলকে জেতাতে অবদান রাখতে পারছি—এটা দারুণ অনুভূতি। এই মুহূর্তটা আমি তার সঙ্গেই ভাগ করে নিতে চেয়েছি।’
নিজের জন্মদিনে গোল করার অনুভূতি তুলে ধরে তিনি বলেন, ‘শৈশব থেকেই স্বপ্ন ছিল জন্মদিনে পেশাদার ম্যাচ খেলার। আর সেটা স্বপ্নের ক্লাবে করতে পারা—এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। বছরের শেষটা জয় দিয়ে শেষ করাই ছিল লক্ষ্য।’
তবে চলতি বছরে রোনালদোর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আর সুযোগ নেই এমবাপ্পের। কারণ সেভিয়ার ম্যাচটাই ছিল ২০২৫ সালের আগে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। নতুন বছরের ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে আবার মাঠে নামবে দলটি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে ২৯ গোল করেছেন রিয়ালের ১০ নম্বর জার্সিধারী এই তারকা। লা লিগায় (১৮ গোল) ও চ্যাম্পিয়ন্স লিগে (৯ গোল)—দুই আসরেই বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এমবাপ্পে।
সূত্র: গোল ডটকম
এমএ//