রাজনীতি

মবোক্রেসির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে: সালাহউদ্দিন আহমদ

দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলা ও গণমাধ্যমে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও শক্ত হতে হবে। 

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এমন আশঙ্কা থাকার পরও কেন আগে থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? এ ধরনের ঘটনা প্রশাসনিক দুর্বলতারই প্রতিফলন।

তিনি বলেন, দেশে এ ধরনের মবোক্রেসি আর দেখতে চাই না। রাষ্ট্রযন্ত্রকে আরও শক্ত অবস্থান নিতে হবে।

মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাংবাদিকদের নিজস্ব মতাদর্শ থাকতে পারে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ ও আপসহীন হতে হবে। 

তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে গণতন্ত্রের ভিত আরও মজবুত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং গণতন্ত্রকে সুসংহত করতেই সবার সহযোগিতা চায়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তবে ফ্যাসিবাদের দুঃসহ অধ্যায় ভুলে গেলে চলবে না—যাতে সেই অন্ধকার সময় আর ফিরে না আসে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন