বিদ্রোহী কবির পাশেই চির নিদ্রায় শায়িত হবেন শহীদ ওসমান হাদি
পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সামাধির পাশেই সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বের) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বিবৃতিতে বলা হয়, শনিবার রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে জোহরের নামাজের পর শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করা হবে।
এর প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
ইনকিলাব আরও মঞ্চ জানিয়েছে, সর্বসাধারণের জন্য হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।
গেল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এমএ//