পাঁচ ব্যাংকের সাধারণ আমানতকারীরা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন
একীভূত করা পাঁচটি ব্যাংকের সব সাধারণ আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত ফেরত পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং খাত সংস্কার: চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করার পাশাপাশি নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের প্রক্রিয়া চলছে। এসব প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত ফেরত পাবেন। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা আংশিক অর্থ ফেরত পাবেন।
তিনি বলেন, ২০ কোটি টাকার বেশি অঙ্কের সব ঋণ নতুন করে যাচাই করা হবে। এসব ঋণের বিপরীতে যথাযথ জামানত আছে কি না, তা খতিয়ে দেখা হবে। জামানত না থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও পরিচালকদের জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা এবং দক্ষ নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের কাছে একটি আইন প্রস্তাব করা হয়েছে। সরকার যদি এই আইন পাস করে, তাহলে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।
এসময় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এমএ//