Bayanno Tv
সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮
×

১৩ বছর পর আবার জুটি বাঁধলেন অপূর্ব-তিশা

  বায়ান্ন বিনোদন ডেস্ক ০৩ মে ২০২১, ২১:৫৩

ফাইল ছবি

এক সময় নিয়মিত জুটি বেঁধে কাজ করতেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। তবে ২০০৮ সালের পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। 

১৩ বছরের সেই বিরতি কাটিয়ে আসছে ঈদের দুটি নাটকে দেখা যাবে অপূর্ব ও তিশাকে। নাটক দুটি পরিচালনা করবেন মহিদুল মহিম ও শিহাব শাহীন।

মহিদুল মহিম বলেন, তার নাটকের নাম ‘রক রবীন্দ্র’। শুটিং শুরু হবে আগামী ৬ মে। শিহাব শাহীন পরিচালিত নাটকটির নাম ‘সে বউয়ের কথায় চলে’। তবে নামটি পরিবর্তন হতে পারে বলে জানান নির্মাতা।

মাঝে নাটকে অভিনয় করলেও গত বছর একটি গেম শোতে একসঙ্গে অংশ নেন তারা। তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’-এ অতিথি হয়েছিলেন অপূর্ব, সঙ্গে ছিলেন নুসরাত ফারিয়াও। এটি এনটিভিতে প্রচার হয়েছিল। 

এস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।