Bayanno Tv
শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮
×

লোহাগড়ায় নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

  নড়াইল প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২১, ১৬:৫৫

ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে যাওয়া শিশু হামিদার (৮) লাশ উদ্ধার হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আমডাঙ্গা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি  গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায়। 

স্থানীয়রা জানান, হামিদা রাজপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে মায়ের সঙ্গে নানা বাড়ি আমডাঙ্গায় থাকত। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা জানান, লোহাগড়া ফায়ার সার্ভিসের সহায়তায় খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরিদল আনা হয়। পাঁচ সদস্যের ডুবরিদল শুক্রবার সকাল আটটা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় তারা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

এস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।