Bayanno Tv
শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮
×

ধরলায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

  কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২১, ১৯:৪০

সংগৃহীত

ধরলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে রাকিব হাসান (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে পাশ্ববর্তী লালমনিরহাট জেলার সদর উপজেলার শুকান দিঘী গ্রামের সাইদুল ইসলাম বুধুর ছেলে এবং পেশায় একজন স্বর্ণকার বলে জানা গেছে।  

বৃস্পতিবার দুপুর একটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে শেখ হাসিনা ধরলা সেতুর দেড়শত গজ উত্তরে এ নিখোঁজের ঘটনা ঘটে।

শেখ হাসিনা ধরলা সেতু পাড়ের বাসিন্দা বাদল, জমশেদ মিয়া ও মিঠুসহ স্থানীয়রা জানান, বৃস্পতিবার দুপুরে ৮ থেকে ৯ জন বন্ধুর সাথে ধরলা নদীতে গোসল করতে নামে রাকিব।

গোসল শেষে অন্যরা উঠে আসলেও রাকিব তীরে না ওঠায় বন্ধুরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও রাকিবের সন্ধান পায়নি।

নদীতে কিশোর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে শতশত উৎসুক জনতা নদীর তীরে ভীড় করে। এ সময় ধরলা পাড়ে নিখোঁজ কিশোরের বাবা ছাইফুল ইসলাম বুধুসহ স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। 

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ, নাগেশ্বরী ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার কাজ অব্যাহত রাখে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিমন জানান, এখন পর্যন্ত রাকিবের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। 

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।