Bayanno Tv
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৪ শ্রাবণ ১৪২৮
×

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত ২

  বায়ান্ন ডেস্ক    ১৯ জুলাই ২০২১, ১২:৪৪

ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‍্যাব সদস্যও আহত হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) ভোরে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু নাঈম মো. তালাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল রাতে র‍্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের উপজেলার হাটুরিয়া এলাকায় অবস্থান করছিল একদল দুষ্কৃতকারী। পরে টহল টিম সেখানে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতকারীরা।

এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আহত অবস্থায় দুইজনকে আটক করা হয়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।

মুক্তা মাহমুদ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।