Bayanno Tv
শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮
×

নাটোরে ভুট্টা খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  নাটোর সংবাদদাতা ০৭ মে ২০২১, ১৭:২৪

দুর্ঘটনা

নাটোরে ভুট্টা খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ওহাব আলী মিয়াজী। তিনি মৃত কেরামত আলী মিয়াজীর ছেলে।

আজ বেলা ১১টায় কাঁটাখালি গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ওহাব আলী মিয়াজী তার জমির ফসল দেখতে বাড়ী থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে রাতে স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি শুরু করেন। তবে তার সন্ধান পওেয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা ভুট্টাক্ষেতে ওহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুনিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।