Bayanno Tv
শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮
×

বগুড়ায় প্রকাশ্যে কবিরাজকে গুলি করে হত্যা

  বায়ান্ন ডেস্ক    ০৪ মে ২০২১, ১৬:০৪

দুর্ঘটনা

বগুড়ায় প্রকাশ্যে এক কবিরাজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ব্যক্তির নাম মোজাফফর হোসেন ওরফে বাবা হুজুর (৫২)। তিনি নাটোরের নওদাপড়া গ্রামের মৃত সায়েদ মণ্ডলে ছেলে। তিনি দারুল হেদায়াহ নামে একটি কওমি মাদ্রাসার পরিচালক ছিলেন ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা সূত্রে জানা গেছে, সকালে সিএনজিচালিত অটোরিকশায় মোজাফফর হোসেনসহ কয়েকজন যাত্রী নিয়ে বগুড়ায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশাটি বগুড়ার কৃষি কলেজ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ওই অটোরিকশাটিকে থামায়। এসময় দুজন বাইক থেমে নেমে সবার সামনে মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে মোজাফফর হোসেনকে হত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

মুনিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।