Bayanno Tv
বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৭
×

আপিল বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে

  বায়ান্ন ডেস্ক    ১১ এপ্রিল ২০২১, ২০:৩৯

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি চলবে সপ্তাহে তিন দিন। ১২ এপ্রিল থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত আদালতের কার্যক্রম এ নিয়মে চলবে।

আজ রোববার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।

তিনি জানান, প্রধান বিচারপতির আদেশ ক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে। দেশে করোনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার- এই তিনদিন ভার্চুয়ালি আদালত চলবে। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত মামলার শুনানি চলবে।

এতে আরও বলা হয়, সোম ও বুধবার বেলা ১১টা থেকে অতি জরুরি বিষয় শুনানি করবেন চেম্বার আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।