Bayanno Tv
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮
×

২৪ ঘণ্টায় করোনায় মৃত‌্যু ২৩৯, আক্রান্ত ১৫২৭১

  বায়ান্ন অনলাইন নিউজ ২৯ জুলাই ২০২১, ২০:১৩

ফাইল ছবি

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ২৫৫ জনে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ২৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ ও নারী ১১৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৬৪৩টি ল্যাবরেটরিতে ৫২ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৩৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫০ হাজার ২২০ জন। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দশ বছরের কম বয়সী ১ জন, দশোর্ধ্ব ৩ জন, বিশোর্ধ্ব ১৪ জন, ত্রিশোর্ধ্ব ১৫ জন, চল্লিশোর্ধ্ব ২৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৭ জন, ষাটোর্ধ্ব ৬৫ জন, সত্তোরোর্ধ্ব ৪৩ জন, আশি বছরের বেশি বয়সী ১৪ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ১ জন মারা যান।

বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ৫৭ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৪৫ জন, বরিশালে ১৪ জন, সিলেটে ১৪ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

এএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।