সরকার বিরোধী আন্দোলন দমনে ‘রেড লাইন’ ঘোষণা ইরানী সেনাবাহিনীর
ইরানের নিয়মিত সেনাবাহিনী ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির চলমান বিক্ষোভকে মার্কিন মদদ পুষ্ট আখ্যা দিয়ে আন্দোলনকারীদের দমনে রেড লাইন ঘোষণা করেছে সেনাবাহিনী ও আইআরজিসি।
শনিবার (১০ জানুয়ারি) পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেয় তারা।
ইরানের সেনাবাহিনী জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেয়ার প্রেক্ষিতে তারা কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষা করবে।
তারা ইরানিদের "শত্রুদের চক্রান্ত" নস্যাৎ করার আহ্বান জানিয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, “গত দু’রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা-কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে।”
“ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব, রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি ‘রেড লাইন’ ঘোষণা করছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
প্রসঙ্গত, অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় অতিষ্ঠ ইরানের সাধারণ জনগণ। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।
আই/এ