আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে তার আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার ‘নিজস্ব নৈতিকতাই’ যথেষ্ট।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই।’
গেল শনিবার ভেনিজুয়েলায় হামলা চালিয়ে সেদেশের প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই ঘটনাকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসাবে দেখছেন সমালোচকরা।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও সামরিক অভিযান চালাতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের প্রতি এই অবজ্ঞা বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
এসএইচ//