বিনোদন

‘পৃথিবীর একমাত্র শিশু, যে নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি’

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন আফসানা মিমি। সংযত অভিনয়, সহজ উপস্থিতি আর চরিত্রের ভেতরে গভীরভাবে ঢোকার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন প্রিয় মুখ।

গত ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী। তবে জন্মদিন এলেই কোনো আলো-চকচকে আয়োজনের বদলে মিমি ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে পৌঁছান। সেখানে জন্ম নেয়া শিশুদের পরিবারের অজান্তেই তিনি বিভিন্ন উপহার বিতরণ করেন। বছরের পর বছর নিঃশব্দে এই মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে মিমি তার জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন। তিনি জানান, ছোটবেলায় ‘মিমি’ চকোলেট খুব পছন্দ করতেন। সেই আগ্রহ থেকেই তিনি নিজের অভিনয় নাম হিসেবে ‘মিমি’ বেছে নেন। আসল নাম আফসানা করিম। পরিবারের মধ্যে ডাকনাম ছিল জুনি, আর বাবা ডাকতেন ‘মিম’। মজা করে তিনি বলেন, “আমি হয়তো পৃথিবীর একমাত্র শিশু, যে নিজের নাম নিজেই চূড়ান্ত করেছে।”

নাটক-চলচ্চিত্রের পর প্রিয় মুখ হিসেবে দর্শকের মনে থাকলেও, মিমির মানবিক ও সহজ সরল চরিত্র তার ব্যক্তিগত জীবনেও ফুটে উঠেছে। জন্মদিনের এই ছোট্ট উদ্যোগই প্রমাণ করে, জনপ্রিয়তার চেয়েও বড় হতে পারে মানুষের হৃদয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন