দেশজুড়ে

সিরাজগঞ্জে দোয়া মাহফিলে যোগ দেবেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সফরের সময় সিরাজগঞ্জে একটি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি

রোববার ( ১১ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্প নগরীতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়েছে।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি জানান, অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এটি হবে তারেক রহমানের প্রথম ঢাকার বাইরে জেলা সফর। এই সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশগ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন