আইনশৃঙ্খলা বাহিনীর কনফিডেন্স লেভেল ভালো অবস্থায় আছে : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের ৩৭ দিন বাকি আছে। সরকার খুবই ভালোভাবে প্রস্তুত আছে। এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কনফিডেন্স লেভেল আরও একটু ভালো অবস্থায় আছে। কারণ তারা পরপর তিন-তিনটা বড় ইভেন্ট খুব সুচারুভাবে আয়োজন করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটা বড় পলিটিক্যাল জনসমাগম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং এর আগে ওসমান হাদির জানাজা। বাংলাদেশের ইতিহাসে এত বড় আয়োজন কিন্তু হয়নি। এ তিনটি ইভেন্ট পুলিশ সিকিউরিটি ফোর্সেস খুব সুচারুভাবে অর্গানাইজ করেছেন।
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যাদের সিকিউরিটি দরকার তাদের অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। পুলিশের কাছে পুরো তালিকা আছে। পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই সরকারের একটা টপ প্রায়োরিটি, সেটা নিয়ে পুলিশ কাজ করছে। বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে খুব কাজ করছে। আর এরপরেও স্থানীয় লেভেল থেকে যদি তারা সিকিউরিটি চান, সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে, কতটুক প্রয়োজন।
তিনি আরও বলেন, ভোটের গাড়ি ব্যাপক সাড়া পাওয়ায় ক্যারাভানে গাড়ি ১০ থেকে বেড়ে ৩০টি করা হবে। নতুন করে আরও ২০টি গাড়ি যাওয়া শুরু করবে আগামী ৯ জানুয়ারি থেকে। এটা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরা মোট ৩০টি টিভিসি দেখাবে এবং কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে।
শফিকুল আলম বলেন, ‘‘গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদের উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে শুক্রবার যে খুতবা পড়েন, সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বের বিষয়ে, ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে। সে জন্য আজকে ধর্ম মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার একটা বড় মিটিং ছিল।’’
আই/এ