জাতীয়

ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ২ থেকে ৫ দশমিক ৪-এর মধ্যে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অবস্থান ছিল ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে আনুমানিক ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান অনেকেই।

এদিকে, এর আগেও গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি ঘটে রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে এবং দ্বিতীয়টি রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে। ওই দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী বিয়ানিবাজার এলাকা।

সর্বশেষ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন