গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।
বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম সোহেল রানা (৩৪)। তিনি বাঘার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে।
নিহত সোহেল রানার পরিবার জানায়, রাতে সোহেল রানা ও তার স্ত্রী ঘরে শুয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির টিনে একাধিকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে।
এরপর সন্ত্রাসীরা সোহেল রানার বাড়িতে ঢুকে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এরমধ্যে একটি গুলি সোহেল রানার পেটে লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলির আঘাতে তার স্ত্রী ও মেয়ে আহত হন।
পুলিশ পরিদর্শক সুপ্রভাত মন্ডল বলেন, আগের একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাতের আধারে সোহেল রানার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএ//