আন্তর্জাতিক

তাইওয়ান একীভূত করা থামানো যাবে না: শি জিনপিং

ছবি: সংগৃহীত

তাইওয়ানকে চীনের সঙ্গে আবার একীভূত করার অঙ্গীকার জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (৩১ ডিসেম্বর) খ্রিষ্টীয় নববর্ষের ভাষণে তিনি এই অঙ্গীকার করেন।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাদের মাতৃভূমিকে একীভূত করা সময়ের দাবি। যা কোনোভাবেই থামানো যাবে না।

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করছে চীন। দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনে শক্তি ব্যবহারের হুমকি দিচ্ছে দেশটি।

এদিকে, নববর্ষের ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাজেট বাড়াতে বিরোধী দলগুলোর সহযোগিতা চেয়েছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন