আন্তর্জাতিক

নিউইয়র্কের মেয়র শপথ নিলেন কোরআন হাতে

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ

নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে পবিত্র কোরানে হাত রেখে শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআনে হাত রেখে শপথ নিলেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মধ্যরাতের ঠিক আগে তিনি শপথ নেন।  

শপথ অনুষ্ঠানে মামদানি দুটি কুরআনে হাত রাখেন। এর একটি ছিল তার দাদার ব্যক্তিগত কুরআন, অন্যটি একটি পকেট-আকারের প্রাচীন কুরআন। শপথ গ্রহণকালে তার পাশে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি।

ব্যতিক্রমী এই শপথ অনুষ্ঠানটি হয় নিউইয়র্ক সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে। সাধারণত নিউইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নেন। তবে আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তবুও মামদানির এই সিদ্ধান্ত শহরের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

৩৪ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি। 

নির্বাচনি প্রচারণায় মামদানি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলেছিলেন। 

শপথে ব্যবহৃত ২০০ বছরের পুরাতন কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহে ছিলো। বিশেষজ্ঞদের মতে, এটি অটোমান আমলের একটি পাণ্ডুলিপি। ধারণা করা হচ্ছে ১৮শ শতকের শেষভাগ অথবা ১৯শ শতকের শুরুতে বর্তমান সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিনি ভূখণ্ড কিংবা জর্ডানে এই কোরআন শরীফটির সংকলন করা হয়েছিল। 

এদিকে কুরআনে হাত রেখে শপথ নেওয়া নিয়ে কিছু রক্ষণশীল মহলে সমালোচনা হয়েছে। তবে সমর্থকদের মতে, এটি নিউইয়র্ক সিটির বহুসাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়ের প্রতিফলন। শপথ শেষে প্রাচীন কুরআনটি জনসাধারণের প্রদর্শনের জন্য নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে রাখা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন