রাজনীতি

মায়ের হয়ে ক্ষমা চাইলেন তারেক রহমান

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। 

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে তিনটার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো কফিন জানাজাস্থলে পৌঁছালে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

কফিনটি গাড়ি থেকে নামিয়ে অস্থায়ী মঞ্চে রাখা হয়। জানাজার প্রথম সারিতে তখন উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সরকারের শীর্ষ ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংক্ষিপ্তভাবে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। 

এরপর জানাজায় উপস্থিত লাখো মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমার মা বেগম খালেদা জিয়া জীবদ্দশায় যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাঁর কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, মায়ের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

তারেক রহমানের বক্তব্যের পর বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়, যেখানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন