যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ওয়াজ আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকার মৃত মোকছেদ শেখের ছেলে।
শনিবার (২৭ ডিসেম্বর) শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
এতে বলা হয়, গতকাল ২৬ ডিসেম্বর রাতে ওয়াজ আলীকে বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকায় থেকে আসামীকে গ্রেপ্তার করে র্যাব –১২।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মোঃ ওসমান গণী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত সাব্বির কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোঃ ওসমান গণী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৭ আগস্ট এ মামলায় ওয়াজ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। রায় ঘোষণার সময় থেকে আসামি ওয়াজ আলী পলাতক ছিলেন।
আই/এ