ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপস্থিত হয়ে তিনি আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দেন। পুরো প্রক্রিয়া শেষ করে দুপুর ১টা ১৭ মিনিটে তিনি ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।
সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে ভোটার হওয়া বাধ্যতামূলক। এ জন্য দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত থাকলেই শর্ত পূরণ হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় নির্ধারিত রয়েছে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এরই মধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এসএইচ/এমএ//