দেশজুড়ে

গুলিসহ ৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযানে দুই রাউন্ড জি ০৪ রাইফেলের গুলিসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে  পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রামুমরিচ্যা সড়কের পাইনবাগান এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

রামু থানাপুলিশ জানায়, দুপুর সাড়ে দুইটার দিকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালান পুলিশ সদস্যরা। এ সময় যাত্রী মো. আলমের পকেট থেকে জি০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি পাওয়া যায়। পরে অটোরিকশায় থাকা অন্য পাঁচজনকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি বহনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আটককৃতরা হলেন, উখিয়ার থাইংখালীর ক্যাম্প-১৩-এর মো. আলম (৩৫), কুতুপালং ক্যাম্প-১ পূর্বের এনায়েতুর রহমান (২০), নবী হোছন (৪৪), মো. রফিক (৩৭), ক্যাম্প-৬এর মো. আমিন (২৫) এবং টেকনাফের এলএমএসপুরাতন লেদা ক্যাম্পের খায়ের হোছন (৩৭)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন