রাজধানী

গু‌লিস্তা‌নে বহুতল শ‌পিং কম‌প্লে‌ক্সে আগুন

রাজধানীর গু‌লিস্তা‌নের জি‌রো প‌য়ে‌ন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘ‌টে‌ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সা‌র্ভিসের ১০টি ইউনিট কাজ কর‌ছে। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বি‌কাল ৫টা ২৮ মিনি‌টে আগুন লাগার খাবার পায় ফায়ার সা‌র্ভিস। ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদফতরের মি‌ডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়,  বাণিজ্যিক আট তলা ভবনটির ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লে‌গে‌ছে। তাৎক্ষ‌ণিকভা‌বে আগুন লাগার কারণ জানা যায়‌নি।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন