মা'কে দেখে গুলশানের পথে তারেক রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজের বাসার দিকে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হন তারেক রহমান।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। এর কিছু আগে, বিকেল ৫টা ১০ মিনিটে সেখানে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
হাসপাতালে যাওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেনসহ দলের একাধিক শীর্ষ নেতা।
আই/এ