আন্তর্জাতিক

পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

ছবি: সংগৃহীত

পারমাণবিক সাবমেরিন থেকে ‘কে-ফোর নামের একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত। তামিলনাড়ুতে বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলের কাছে এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ সাড়ে ৩ হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষভেদ করতে পারে।  

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার ৬ হাজার টন ওজনের আইএনএস আরিঘাত নামের ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা করা হয়।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ক্ষেপণাস্ত্রটি দুই টন পারমাণবিক বোঝা বহন করতে সক্ষম। কে-ফোর ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো সাবমেরিন থেকে পরীক্ষা করা হয় চলতি বছরের গত নভেম্বর মাসে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন