স্লোগানে মুখর গণসংবর্ধনাস্থল, নেতা-কর্মীদের ঢল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফুট সড়ক আজ মানুষের স্রোতে ভরে উঠেছে। গণসংবর্ধনার নির্ধারিত স্থান সকাল থেকেই দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ৩০০ ফুট সড়ক ও আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, মঞ্চের সামনে ও চারদিকে দাঁড়ানোর মতো খালি জায়গা নেই। ভোরের আলো ফোটার পর থেকেই হেঁটে, আবার কোথাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গণসংবর্ধনাস্থলে জড়ো হতে থাকেন।
সরেজমিনে দেখা গেছে, অনুষ্ঠানের মূল মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত। মঞ্চে ১৯টি চেয়ার রাখা হয়েছে এবং চারপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দীর্ঘ ১৭ বছর পর আজ দুপুরে দেশে ফিরছেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনার মঞ্চে আসার কথা রয়েছে তার। তাকে এক নজর দেখতে ও বরণ করে নিতে সকাল থেকেই অপেক্ষায় রয়েছেন বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থক।
কুড়িল এলাকা থেকে শুরু করে ৩০০ ফুট সড়কজুড়ে রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে এলাকা। ‘স্বাগতম তারেক রহমান’—এমন লেখা ও স্লোগানে মুখর পুরো পরিবেশ। নেতা–কর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে গণসংবর্ধনাস্থল যেন এক উৎসবমুখর চেহারা নিয়েছে।
এমএ//