রাজধানী

জাপানে পড়াশোনা ও চাকরির প্রস্তুতি নিয়ে বিএসএসএজে’এর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রস্তুত করতে অনুষ্ঠিত হয়েছে জাপানিজ স্পিচ কনটেস্ট এন্ড জাপান গাইডলাইন সেমিনার ২০২৫ (বিএসএসএজে)। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীসহ জাপানের বিভিন্ন শিক্ষা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় জাপানিজ স্পিচ কনটেস্ট ২০২৫। এতে অনলাইনে অংশ নেন প্রায় ৬৫০ জন জাপানি ভাষা শিক্ষার্থী। বাছাইয়ের বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত পর্বে ১৫ জন প্রতিযোগী নির্বাচিত হন। তারা জাপানি ভাষায় বক্তব্য উপস্থাপন করলে বিচারকমণ্ডলীর মূল্যায়নে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

দ্বিতীয় ও মূল পর্বে অনুষ্ঠিত জাপান গাইডলাইন সেমিনার ২০২৫-এ জাপানে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া, জীবনযাপন, আইন-কানুন এবং চাকরির বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হয়। 

বক্তারা বলেন, জাপানে সফল হতে হলে শুধু ভাষা দক্ষতা নয়—সংস্কৃতি বোঝা, শৃঙ্খলা মেনে চলা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জরুরি।

বিএসএসএজে ‘র সভাপতি নাগামাৎসু ফারুক বলেন, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও শিক্ষাভিত্তিক। জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে আগ্রহী বাংলাদেশিদের জন্য একটি বিশ্বাসযোগ্য সহায়তা প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, কূটনীতিক, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মিলনায়তনটি আন্তর্জাতিক শিক্ষা সংলাপের রূপ নেয়। 

শেষ পর্বে জাপানি শিল্পী ওজায়া সেনসির পরিবেশনায় বাংলাদেশ–জাপান মৈত্রী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন