এবার আগরতলা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত ভিসা সেন্টার থেকেও সাময়িকভাবে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত বিষয়টি করেন।
তিনি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লির পর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনেও ভিসা ও কনস্যুলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট মিশনগুলোতে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকজন সদস্য ভিসা সেন্টারে ভাঙচুর চালান। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে শনিবার ও রোববার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
এমএ//