আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ৩০ মার্কিন রাষ্ট্রদূত প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অধীনে নিয়োগ পাওয়া প্রায় ৩০ জন মার্কিন রাষ্ট্রদূতকে তাদের পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ২৯টি দেশের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে তাদের বর্তমান মিশনের মেয়াদ শেষ হবে। প্রশাসনের লক্ষ্য আমেরিকা ফার্স্টনীতিতে বিশ্বাসী কূটনীতিকদের নতুন করে নিয়োগ দেয়া।

কর্মকর্তারা জানান, এসব রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরের চাকরি হারাচ্ছেন না; চাইলে তারা অন্য দায়িত্বে যেতে পারবেন।

স্টেট ডিপার্টমেন্ট বলছে, রাষ্ট্রদূত পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আফ্রিকায় ১৩টি দেশে ও এশিয়ায় ৬টি দেশে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন