নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাতে অফিস ভবনের পেছনের দিকের একটি জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঘটনার সঠিক সময় তারা নিশ্চিত করতে পারেননি।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন নির্বাচন অফিসে পৌঁছান। এরপর সকাল ১০টার দিকে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি একটি বৈঠকে অংশ নেন।
নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি আগুন লাগার বিষয়টি টের পান। সে সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান তিনি।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান জানান, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুম। সেখানে ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা ছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভোরের দিকে কয়েকজন দুর্বৃত্ত নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে ভবনের নিচতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এসএইচ//