আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের পর ‘গ্রিন কার্ড লটারি’ স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার পর ‘গ্রিন কার্ড লটারি’ বা ডাইভারসিটি ভিসা (DV1) প্রোগ্রাম স্থগিত করেছে হোয়াইট হাউস। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব কার্স্টজেন নিলসেনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সন্দেহভাজন ব্যক্তি এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে প্রোগ্রামটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নিলসেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রোভিডেন্সে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে দুইজন নিহত এবং নয়জন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজনকে ধরতে এফবিআই পুরস্কার ঘোষণা করেছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন