প্রশান্ত মহাসাগরে দুই জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে দুটি জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) জানিয়েছে, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজ দুটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক-পাচার রুট ব্যবহার করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় প্রথম জাহাজে তিনজন এবং দ্বিতীয় জাহাজে দু’জন; মোট পাঁচজন পুরুষ নিহত হন। তাদের সবাইকে ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযানে মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
তবে এ ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথাকথিত মাদক পাচারকারীদের জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, ‘মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের এমন পরিস্থিতিতে হত্যা করা হয়েছে, যার কোনো বৈধতা আন্তর্জাতিক আইনে পাওয়া যায় না।’
এসএইচ//