জাতীয়

হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসময় তারা, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

হাদির মৃত্যুর ঘটনায় আজ শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে বাদ জুমা বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইসলামি ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরে শাহবাগের কর্মসূচি স্থগিত করে বিকেল ৪ টায় বাংলামোটরে সমাবেশের ডাক দিয়েছে এনসিপি।

এদিকে ওসমান হাদির হত্যার প্রতিবাদে বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন