ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ নেতা রায়েদ সাদ নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হামাস। এর আগে ইসরায়েল তার নিহত হওয়ার দাবি করেছিল।
শনিবার (১৩ ডিসেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাজা নগরীর উপকণ্ঠে একটি গাড়িতে লক্ষ্য করে হামলায় রায়েদ সাদ নিহত হন।
হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া এক ভিডিও বিবৃতিতে রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করা হয়।
উল্লেখ্য, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হওয়া হামাসের সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন রায়েদ সাদ। তিনি হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের শীর্ষ নেতাদের একজন ছিলেন এবং সংগঠনটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত ছিলেন।
এসএইচ//