রাজনীতি

হাদিকে হত্যাচেষ্টায় আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততা থাকতে পারে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততা  থাকতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে বাংলাদেশবিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছেভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না।

তিনি বলেন,  শুধু এনসিপি নেতা-নেত্রীদের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না। সামগ্রিকভাবে সমাজ থেকে, রাজনীতি থেকে আওয়ামী লীগের প্রশ্নের সুরাহা করতে না পারলে,জুলাই আন্দোলনকারীদের কোনও নিরাপত্তা নেই।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনটি প্রধান ক্ষেত্রে কাজ করা জরুরি। আদালত এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকা সব ফ্যাসিবাদ বিরোধী দলকে নিজ নিজ মতাদর্শী লোকজনকে একত্রিত করতে হবে। এই জায়গাগুলোতে আওয়ামী লীগকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। প্রশাসন যেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে এবং ভারতকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ নেয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন