দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে–দেশে নির্বাচন হতে দেয়া হবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওসমান হাদিকে গুলির ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত,।
তিনি বলেন, “এটার বিরুদ্ধে যদি আমাদেরকে অবস্থান নিতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয় যেকোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, যেকোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা। একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।
এ সময় তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আই/এ