গর্ভবতী নারীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বহুল প্রচলিত ‘বার্থ ট্যুরিজম’ সুবিধা এবার বন্ধ হতে যাচ্ছে। সম্প্রতি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে এই কঠোর নীতির কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, কনস্যুলার কর্মকর্তাদের যদি মনে হয় কোনো আবেদনকারী সন্তানের জন্ম দেয়ার উদ্দেশ্যে ভিজিট ভিসা চাইছেন, তাহলে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ ধারা অনুযায়ী, কোনো শিশু যদি দেশটির ভূখণ্ড, জলসীমা কিংবা আকাশসীমায় জন্ম নেয়, তাহলে ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে। এই ১২৫ বছরের পুরোনো নিয়মটিই এতদিন ধরে বার্থ ট্যুরিজম-এর মূল ভিত্তি ছিল।
এসএইচ//