রাজধানী

ওসমান হাদি গুলিবিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে জুম্মার নামাজের পর বিজয় নগর পানির ট্যাংক এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

হাদির সাথে থাকা দলীয় কর্মীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার সময় একটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে। তার চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে বি নেগেটিভ রক্ত দরকার।

গুলিটি তার মাথায় আঘাত করেছে বলে তার সাথে থাকা কর্মীরা জানিয়েছেন।

নেতাকর্মীরা জানিয়েছেন, জুম্মার নামাজের পরে হাদি যখন লিফলেট বিতরণ করছিলেন তখন এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গত নভেম্বর মাসে ওসমান হাদি জানিয়েছিলেন, তিনি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

আই/এ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন