বন্ধ হচ্ছেনা মেট্রোরেলের যাত্রীসেবা, স্বাভাবিক থাকবে চলাচল
স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা আসায় মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে জানায়, শুক্রবার থেকে মেট্রোরেল যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। যাত্রীসেবাও চলবে স্বাভাবিক নিয়মেই।
পোস্টে আরও জানানো হয়, মেট্রোরেল যাত্রীরা আগের মতোই নিয়মিত সেবা পাবেন এবং চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
এর আগে বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে ডিএমটিসিএলের সর্বশেষ ঘোষণায় সেই অনিশ্চয়তা দূর হয়েছে।
এমএ//