আন্তর্জাতিক

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

ছবি: সংগৃহীত ফাইল ছবি

মাত্র চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উত্তরপূর্বাঞ্চল। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। এর পরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (জিএমএ)।

জিএমএ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশুর আওমোরি উপকূলের সাগরতলে, প্রায় ২০ কিলোমিটার গভীরে।

এর আগে গেল সোমবার  (০৮ ডিসেম্বর) একই এলাকায় ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দু’টি ভূমিকম্পই সাগরতলের উৎস থেকে উৎপন্ন হয়েছে। 

শুক্রবারের ভূমিকম্পের পর জাপান সরকার হনশু ও হোক্কাইডোসহ টোকিওর পূর্বদিকে চিবা দ্বীপের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। সরকারি বার্তায় বলা হয়েছে, সোমবারের ভূমিকম্পের আফটার শক হিসেবে আজকের কম্পন হয়েছে। আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন