আন্তর্জাতিক

শেলবি ব্রাদার্সের অনুকরণ করে ভাইরাল ৪ আফগানি তরুণ আটক

জনপ্রিয় ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্সের’ অভিনেতাদের অনুকরণ করে ভাইরাল হওয়া ৪ আফগানি তরুণকে আটক করেছে তালেবান সরকার। দেশটিতে বিদেশি সংস্কৃতি প্রচার করার অভিযোগে তাদের আটক করা হয়।

তালেবানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক হওয়া চারজনই হেরাত প্রদেশের জিবরাইল এলাকার বাসিন্দা। সিরিজের চরিত্রদের মতো পোশাক পরে রাস্তায় হাঁটতে দেখা গেলে স্থানীয়ভাবে তারা বেশ সাড়া ফেলেছিল। পরে বিদেশি সংস্কৃতি ছড়ানোর অভিযোগে তাদের আটক করা হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ উর ইসলাম খাইবার জানান, তরুণদের বয়স ২০ এর আশেপাশে। তারা চরিত্রগুলোর পোশাক ও ভঙ্গিমা নকল করে হেরাতের রাস্তায় ঘুরছিলেন, যা তালেবান সরকারের দৃষ্টিতে “অগ্রহণযোগ্য বিদেশি সংস্কৃতি প্রচার”।

তবে পরে সিবিএস নিউজকে তিনি জানান, চারজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি; ডেকে পরামর্শ দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের পোশাকে আফগান পরিচয়ের কোনও ছাপ নেই। আমরা মুসলমান, আমাদের উচিত আমাদের ধার্মিক পূর্বসূরিদের অনুসরণ করা।”

আটককৃত চার বন্ধু হলেন, আসগর হুসাইনাই, জলিল ইয়াকুবি, আশোরে আকবারি এবং দাউদ রেসা। তারা সম্প্রতি ‘পিকি ব্লাইন্ডার্স’ স্টাইলে পাশাপাশি হাঁটার ভিডিও ও ছবির কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ভাইরাল হওয়ার পরই তাদের জিজ্ঞাসাবাদ ও পুনর্বাসনের আওতায় আনা হয়।

পিকি ব্লাইন্ডার্স মূলত যুক্তরাজ্যের এক কল্পিত অপরাধচক্রকে কেন্দ্র করে নির্মিত জনপ্রিয় সিরিজ। তাদের আইকনিক পোশাক হলো- গাঢ় রঙের থ্রি-পিস টুইড স্যুট (জ্যাকেট, ওয়েস্টকোট, ট্রাউজার), সাদা শার্ট, লম্বা ওভারকোট ও মাথায় ফ্ল্যাট ক্যাপ, যেটি চোখের দিকে কিছুটা নামানো থাকে। বিশ্বজুড়েই এই সাজ আইকনিক ফ্যাশন ট্রেন্ড হিসেবে পরিচিত।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন